স্বতঃস্ফূর্ততা আছে;
নেই প্রাণবন্ততার নির্যাস।
ব্যস্ততায় পিষ্ট চারিদিক..
সুখের খোঁজে সব ঘুরছে দিগবিদিক।
আমিও তাই হণ্য...
বাচালের মত বকবক করে দিন কাটতো একসময়।
এখন কথা বলি না..
ঘন্টার পর ঘন্টা কাটতো চায়ের টঙে।
আর সময় মেপে পথচলা এখন।।
যান্ত্রিকতা ভর করেছে..
ভর করেছে লক্ষ্যে যাওয়ার ক্ষুধা।
কিছু জমানো জেদ...
আর কিছু প্রত্যাশা-- বদলে দিয়েছে আমাকে।।
ব্যস্ততার খোঁজে..
আমিও তাই হণ্য।।
কারণে অকারণে কাঁদতে ইচ্ছা করে-
কাঁদি না।
প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে-
হাসি না।।
মাঝে মাঝে ভাবি-
কেমন জানি কঠিন হয়ে যাচ্ছি দিন দিন।।


রচনাকালঃ ০৫/০৭/২০১৩