তুমি যখন এ জীবনে বর্তমান ছিলে-
ভাবতাম তোমাকে হারালে বোধহয় মরেই যাব।
আজ তুমি ধুলোমাখা অতীত-
তবু বেঁচে আছি;আর-
মরে যাওয়ার প্রশ্ন তো স্বপ্নেও আসে না।
শুধু ভাবি...আমাকে অনেক দূর যেতে হবে...
হয়তো যাব ও।।
সময়ের স্রোতে ভেসে কোন এক সময়-
জড়াবো কোন এক অপরিচিতার বন্ধনে;
সমাজ বলবে 'বিয়ে' করেছে ছেলেটা
আর আমি একা একা বলব-
(থাক! তা আমার মনেই!)
হয়তো(!) অপরিচিতাও প্রিয়জনের স্মৃতি কবর দিয়ে-
ঝুলে বসবে এই কাঁধে।।চাপে- সময়ের কিংবা সমাজের;
সেও মুখ ফোটে বলবে না কিছু;
আর বুঝেশুনে এড়িয়ে যাব আমি।
নববধুকে নিয়ে হবে মধুচন্দ্রিমা(!)-সমুদ্র অবগাহন;
আর ভাববো তোমার হাত ধরেও হেঁটেছি এখানে।
আর সে যে কি ভাববে(!)
(থাক! তা তার মনেই।)
আজব! কী অদ্ভুত বাস্তবতা।।
বীভৎস! বীভৎস!!বীভৎস!!


রচনাকালঃ ০৭/০৮/২০১৩