যেদিন আমার মরণ হবে...
তোমরা লাশটা দেখতে আসবে জানি।
হয়তো বা চিৎকার করে কাঁদবে,
আমার নিথর দেহ দেখে মনে করবে-
অতীতের হারিয়ে যাওয়া দিনগুলি।।
লাশটাকে নিয়ে যেতে দেবে না হয়তো শ্মশানে;
আমাকে একবার জীবিত দেখার আশায়-
হয়তো বা আফসোস করবে  তোমাদের মন!


কিন্তু মরণের পর...
আনন্দে হয়তো নাচবে আমার আত্মা।
কারণ..
অনেক দিন পর ইতি ঘটবে এক বন্দী জীবনের।
অবসান ঘটবে আমাদের অন্ধ বন্ধুত্বের...!


................
পুড়ে যখন ছাই হয়ে যাবে আমার শব
ততোক্ষণে হয়তো ভুলে যাবে আমায়।
ভুলে যাবে ফেলে আসা সব ক'টি মুহূর্ত।
আর পরদিন...
শত ব্যস্ততার মধ্যে হারিয়ে ফেলবে আমায়,
তোমাদের হৃদয় থেকে মুছে যাবে আমার নাম।
তখন কষ্ট পেয়ে আমার আত্মাটা হয়তো ভাববে...
বড়ই স্বার্থপর!এতো স্বার্থপর?কিন্তু-
....এটাই তো জগতের নিয়ম।।


রচনাকালঃ ২৯/০৯/২০০৩