১.
চেনা স্বপ্ন সেই চোখে আঁকি
কিছু স্বপ্ন তবু থাকে বাকি।


২.
এটা আমার প্রেম না
এটা আমার নেশা।
এটা তোমার প্রেম না
এটা তোমার পেশা।।


৩.
ওগো মোর প্রিয়া
ঝড় বৃষ্টিতে হব ছাতা
রৌদ্রে দেব ছায়া
শোনাবো তোমায় কল্পকথা।।


৪.
আমি তোমাকে ডেকেছি আপন মনে
তুমি মগ্ন অন্যজনে নিরজনে।


না পেয়ে তোমার সাড়া
ঘুরেছি বেদুইন পথে।
তুমি বিনে দিশেহারা
ছুটছি তবু স্বপ্ন রথে।।


৫.
ঝড়ের রাতের পর
আবার হবে স্নিগ্ধ ভোর
এবার আলোয় বাঁচি
কাটুক অমানিশার ঘোর।


৬.
নিঃসংকোচ- দ্বিধাহীন
নির্ভয় বুকে।
এখন সময়! যাবার-
স্বপ্নলোকে।।


কাটে যদি ঘোর
হয় যদি ভোর! আবার-
হবে দেখা
হয়তো একা।।


৭.
আমি বলে চলি
প্রেমের পদাবলী
এক স্বপ্ন কথা
তুমি যে শ্রোতা।


৮.
লজ্জার আবরণ
করি নিবারণ।
খুঁজি শরণ
তোমাতেই আমরণ।


৯.
তুমি নিশি; আমি বাঁকা চাঁদ
আমি পথিক; তুমি গভীর খাদ।


১০.
মন পায় যত
বলে ওঠে - আহারে!
আর যে কত?
মিথ্যে কথার পাহাড়ে!