কত ফাল্গুন যায়;কত বসন্ত আসে
কোনটা যায় হেসে,কোনটা কাটে ত্রাসে।
এক ফাল্গুনে প্রিয়জনের হাত,অন্যটায় তা নষ্ট স্মৃতি;
কোন বসন্তে মনে বিস্বাদ- আরেক ফাল্গুনে প্রীতি॥
কোন ফাল্গুনে মগ্ন আমি তোমার বাসন্তী সাজে
আরেক বসন্তে ভগ্ন আমি অস্থিরতার মাঝে;
আজকের বসন্তে তবে কি মনে জ্বলছে আগুন(!)
অপেক্ষায় আমি রইলাম তবে আসুক আরেক ফাগুন।
একেক করে কত ফাল্গুন-বসন্ত আসে আর যায়;
পৃথিবী চলে একই গতিতে,শুধু জীবনের রঙ বদলায়॥


রচনাকালঃ ১৩/০২/২০১৪