অন্ধকার পথ,
নিস্তব্ধ চারিদিক;
ছুটে চলেছি অস্তিত্বের খোঁজে...।
আমরা অনেকে,তবু ভয়!
হাতে মশাল,নিভু নিভু
জ্বলছে; কাটছে না যেন আঁধার!


একই ভাবনা,
একই চেতনা; সবার মনে-
দোলা দিচ্ছে তীব্র ভাবে।
আমরা কি করছি?
কেন করছি..?!


মিথ্যেকে প্রশ্রয় দিয়ে
সত্যকে লুকিয়ে রাখছি,রাস্তার
ম্যানহোলের ঢাকনার নিচে;কিংবা
ছুঁড়ে দিয়েছি ডাস্টবিনে ময়লার সাথে।


সততার মোড়কে অন্যায় করছি;ক্ষমতা কিংবা
শক্তি, অর্থ-বিত্তের দাপটে।
স্বার্থ সিদ্ধির আশায়, প্রয়োজনে-
ভাসিয়ে দিচ্ছি সব রক্ত বন্যায়।।


দুর্বলতার সরল সুযোগে ঝাঁপ দিচ্ছি
অসহায় দুস্ত লোকের ঘাড়ে।
শূন্য হচ্ছে শত মায়ের বুক
ভাঙ্গছি কত ঘরনীর সুখের নীড়
কেড়ে নিচ্ছি রমনীর লজ্জার আবরণ।।


কেন করছি..?
সে প্রশ্নের উত্তর দেবে কে?!
বিবেকটা হারিয়ে গেল কোন অজানায়!!
সে প্রশ্নের উত্তর দেবে কে?
লোভের ভীড়ে হয়তো ভুলে গেছি...
বিবেকহীন প্রাণী পশু বিনে আর কিছু নয়!


আমরা ছুটে চলেছি দল বেঁধে
অস্তিত্বের খোঁজে..
কিন্তু আদৌ কি আমাদের অস্তিত্ব ছিল!!
কে দেবে সে প্রশ্নের উত্তর..?


রচনাকালঃ ১৭/১১/২০০৫