হে নির্বোধ
       দেখেছো কি ফিরে
       তোমাদেরই ঘিরে
লেগেছে এ ধরায় মহা-হুলস্থুল।


হে নির্বোধ
       তোমাদেরই হেতু
       ছিন্ন মানব সেতু
বইছে চারদিকে ক্রন্দন রোল।।


হে নির্বোধ
       দেখ তবে দর্পণে
       স্ব-জাতি হননে
পাবে না কখনো স্বর্গের আশ্রয়!


হে নির্বোধ
       বধ করছো মানব
       পুষে রাখছো দানব
কবে হবে তোমাদের বোধোদয়?!


রচনাকালঃ ১১/১২/২০০৪