১.
'রাজউক' এর লোকের ডাকে
শান্ত বিকেলের ঘুম ভাঙ্গলো আপনার;
ব্যাপার কী...!
আপনার বাসাটা নাকি ঝুঁকি পূর্ণ,
দ্বিতল ভবনের ত্রিতল নির্মান কাজে ঘোর আপত্তি ওদের!
অগত্যা ভ্রু গেল কুচকে!
ক্ষমতার দাপটে আইন ঢুকলো বাম পকেটে।


অতঃপর সময় চললো আপন গতিতে।
কিন্তু কোন একদিন...
ভবনটি ধ্বসে পড়লো।কপালের লিখন!!
হয়তো বা জেগে কিংবা ঘুমোচ্ছিলেন আপনি;
মুহূর্তেই পাউডার হয়ে গেল আপনার আস্ত দেহ!
সাথে ওই নিষ্পাপ মুখগুলোও।।


এক সময়...তদন্তে ছুটাছুটি;
'রাজউক' আর ' সিটি কর্পোরেশন' এর দ্বন্দ্ব;
ঘটনার দায়ভার নিয়ে কাদা ছুড়োছুড়ি।
   ... অথচ ভুলটা কিন্তু আপনারই!!


২.
উৎসবের আমেজ।
লঞ্চ যাত্রায় বাড়ি ফেরা।
ঘাটে এসে চোখ কপালে;দ্বিগুন যাত্রী!
যাবেন নাকি যাবেন না- এই দোটানায়;
চোখে ভাসছে নিমিষে অতীতের লঞ্চডুবির মর্মান্তিক চিত্র।
ইতস্তত ভঙ্গি।পরের লঞ্চ আর ঘন্টা তিনেক পর!
টিকিট নাই! তবু যাওয়ার তাগিদ।উঠে পড়লেন!
সময়ের মূল্য অনেক বেশি...এমনকি জীবনের চেয়েও(!)


লঞ্চটা মেঘনার বুকে।ঝড়ে উত্তাল!
অনাকাঙ্ক্ষিত বললে ভুলই হবে...সংকেতটা পেয়েছিল লঞ্চ টার্মিনাল!
কি আর করা?
টাইটানিকের মত তলিয়ে গেল সব...সাথে আপনিও।
হয়তো পরে উদ্ধার হল লাশ..নতুবা সলিল সমাধি!
   .... তবে ভুল ছিল কার?


রচনাকালঃ ১৭/০৬/২০০৪