পুকুরের জলে কারো হাত ধরেছো কখনো...?
কখনো গাছের ডালে চড়ে কারো পাশে বসেছো..?
খসে পড়া সন্ধ্যা তারার কাছে
কখনো কিছু চেয়ে দেখেছো?
আমার স্বপ্নময়ী আজ ভোর বেলা কথাগুলো-
কানে কানে বলে ঘুম ভাঙ্গিয়েছিল আমার!


স্বপ্নরা কখনো প্রতারণা করে না;
স্বপ্নরা কখনো ভুল বুঝে না।
স্বপ্নময়ীকে পাওয়ার আশায় তাই;
শুরু হয় আমার রাতের আয়োজন...।


স্বপ্ন তে নাই পিছুটান..
স্বপ্নতে নাই চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব।
স্বপ্নময়ীকে পাওয়ার আশায় তাই-
নিদ্রাপুরের যাত্রী আমি!


রচনাকালঃ ০৯/১১/২০১১