১.
ওরা তো আসে আর যায়!
ওরা তো মেঘলা আকাশে-
এক চিলতে রোদ।
ক্ষণিকের অনুভূতি।
আর চিরকালের দীর্ঘশ্বাস।।


ওরা তো অস্থির।
ওরা অধরা।।


২.
তুমি
বর্ষাকালে চৈত্রের খরা;কিংবা
শারদ সন্ধ্যায় অঝোর বৃষ্টি।


তুমি
গ্রীষ্মকালের রৌদ্রস্নান,কিংবা
প্রবল হাঁড় কাঁপানো অভিশপ্ত শীত।।


৩.
তোমার হলদে ডানায়
উড়েছি আমি আজ।
প্রকৃতিকে হার মানায়
তোমার বাসন্তী সাজ।।


সৌন্দর্যে তোমার আগুন
আর আমার মুগ্ধ ফাগুন।


৪.
হঠাৎ রাস্তায়।
নিরুদ্দেশ যাত্রার সমাপ্তি।
শীতল অনুভব।।
অন্ধকারের পর আলো।
তীব্রতা বাড়ছে...


৫.
আঁধার না আলো?
নীল নাকি কালো!
স্নিগ্ধ ভোর না পড়ন্ত বিকাল?
একাল নাকি সেকাল?


আকাল!


নাজেহাল!!