১.
(চলো হারিয়ে যাই)
-----------------------------------


চলো হারিয়ে যাই দূর দেশে
প্রজাপতি কিংবা শালিকের বেশে!
চলো মিশে যাই লক্ষ তারার  মেলায়
অপার সমুদ্রে কোন এক ভেলায়।।


চলো গা ভাসাই এক চিলতে নীরবতায়
তুমি আর আমি শুধু থাকবো যেথায়!


****************************


২.
(বাদল ধারায়)
---------------------------


আজ এই
      বাদল ধারায়
বুঝি যে মন
      তোমাতে হারায়।


বৃষ্টির ফোঁটা দেখি
      অপলকে চেয়ে
শিহরে উঠছি যেন
      তোমার স্পর্শ পেয়ে।


বাদলের ঝর ঝর
      সুর
তুমি বিনা যেন সব
      বিধুর।।


***************************


৩.
(নিস্তব্ধ রাত)
----------------------


রাতটা বড় নিস্তব্ধ
নেই ঝিঁ ঝিঁ পোকার শব্দ;
আবছা চাঁদের আলো
লাগছে খুব ভাল।
তুমি এ মনে বসে আছো বলে
ভাবনায় তোমার রাত যাচ্ছে চলে।