আজ হঠাৎ করে কেন জানি-
কাঁদতে ইচ্ছে করছে চিৎকার করে...
চোখের জল বেরিয়ে আসতে যুদ্ধ করছে যেন!


চক্ষু-লজ্জা,লোক ভয় এসব নিয়ে ভেবে-
নিজের কাছে নিজেকে আর কত লুকানো যায়?
ব্যস্ততায় ডুবিয়ে রাখতে চাই নিজেকে...
চিন্তাগুলো তবু ঘুরেফিরে এসে ঠেকে তোমাতেই!


পুরোটা জীবন ঘেরাই যে তোমার স্মৃতি
স্বপ্নগুলো প্রতিক্ষণ তাড়া করে বেড়ায় আমাকে;
ঐ যে...  স্বপ্নগুলো সাজিয়েছিলাম; আমি-তুমি।
লাল স্বপ্ন..নীল স্বপ্ন.. হরেক রকমের স্বপ্ন।।


ভুলে যাব ভুলে যাব বলে-
মাঝে মাঝে নিজেকে ভুলে যাই-
      তুমি কিন্তু থাকো!!


দূর থেকে যখন দেখি-
নতুন করে তোমাকে পাবার সাধ জাগে;
মনে হয় মুছে ফেলতাম যদি বিগত কিছু দুঃসময়!
কত কিছুই ভাবি..আবার বোধোদয় হয়-
আমি যে ডুবে আছি তোমার  ঘৃণার সাগরে।


এক সময় দূরে থাকলেও মনে হত তুমি যেন কাছে!
আজ কাছে থেকেও তুমি যে খুব দূরে!
তোমাকে তাই খুঁজে বেড়াই ঐ দূরের আকাশে।
তারাদের ভীড়ে তোমাকে খুঁজি...
আর বুঝি... নতুন করে ভালবাসতে শুরু করেছি তোমায়।


তোমাকে পাবার আশার নয়...!
তোমাকে ভালবাসার প্রতীক্ষায়;
      তাকিয়ে থাকি তাই দূরের আকাশে।।


রচনাকালঃ ৩১/১০/২০১১