বর্ষণ মুখর এক রাত..ঝড়ের তীব্রতা।
অঝোরে ঝরছে বিরামহীন বৃষ্টি।মধ্য রাতের কান্না যেন!
জানালার গ্রিল টা ধরে দাঁড়িয়ে আছি আমি!
আঁধারে আচ্ছাদিত বাহির।দেখছি শুধু-
টিন ঘেষে জানালার সামনে দিয়ে পড়া বৃষ্টির কঠোর সুর।
সবাই নিশ্চিন্ত নিদ্রায়..থমকে দাঁড়িয়ে কেবল আমি।
উদ্ভট চিন্তা কত চাপছে মাথায়।সাথে ভয়!
মনে হচ্ছে- এখন যদি ঝড়ে ভেঙে পড়ে দেয়ালটা!
বিদ্যুৎ নেই।মোমবাতিটা নিভু নিভু জ্বলছে।।
অবচেতন মনের দুশ্চিন্তা...
যদি বাতাসের বেগে আগুন লেগে পুড়ে সব হয় ছাই!!


মুহূর্তেই জানালা আটকে দিয়ে
অনিচ্ছা সত্ত্বেও বিছানায় গেলাম নিদ্রার খোঁজে।
অতঃপর তন্দ্রায় হারালাম অজানা স্বপ্নের রাজ্যে।


পরদিন ভোরে...
ঝড়ের সাঁ সাঁ শব্দ আর মেঘের তীব্র গর্জনে
আচমকা ঘুম গেল ভেঙে।
উঠে দেখি..দিব্যি ঘুমোচ্ছে সবাই;
মুহূর্তের মধ্যে প্রাণ নাড়া দিয়ে উঠলো আরেক আর্তনাদে,
ওরা তো ঘুমোচ্ছে,
রাতের ভয়াল ঝড়ে উড়ে গেছে যাদের টিনের চালা...
        ওরা কি করছে ?!


রচনাকালঃ১৮/০৬/২০০৪