ভস্ম হয়েছি নীরব দহনে
তিলে তিলে ক্ষণে ক্ষণে,
লুকিয়ে তোমায় গহীন অন্তরে
ভেবেছি তবু যুগ-যুগান্তরে।।


দেখেছি তোমায়-
সকল চপল চঞ্চলতায়,
খুঁজেছি তোমায়-
শ্যামল ছায়ায়;কোমল ছোঁয়ায়।।


শুনেছি তোমার কন্ঠ ধ্বনি
মনের তীব্র আন্দোলনে,
আমার স্বপনের তুমিই খুনি
নেই প্রাণ আজ এই প্রাণে।।


রচনাকালঃ ২৬/০১/২০১৫