সূর্যটা এক পাশে ঢলে পড়েছে;
সারাদিনের ব্যস্ততার অবসান হল হয়তো।
চোখ মুখে ক্লান্তির ছাপ
আর খানিকটা অবসর - এতো চরম প্রাপ্তি।।


এক ফোঁটা শান্তি - যেন একমাত্র চাওয়া
দু'চোখ বুজে কেউ শান্তি পায়,
কেউ শান্তি পায় স্যাটেলাইটের পর্দায়;আরো কত কী!!
আর আমি...?আমি তো আমি ই!


ব্যস্ত নই...
তবু যেন ব্যস্ততা আমাকে ঘিরে রেখেছে
অশান্ত নই...
তবু শান্তির কাঙাল মনে হয় নিজেকে;
শান্তির খোঁজে আমি আজ তাই ক্লান্ত।


অক্ষম নই...
তবু যেন সাফল্য আমার স্পর্শের বাইরে
প্রাপ্তি অনেক...
অপূর্ণতা নিয়ে তবু মাথা ব্যথা।
হয়তো এ কারণেই আমি ক্লান্ত-
তবু শান্তির খোঁজে পথ চলছি!!


রচনাকালঃ ২৫/০৭/২০০৬