নিজের কাছে নিজেকে লুকিয়ে আর কত!!
আর কত অজুহাত কিংবা বাহানা?
ক্লান্তি কাটাতে শান্তির ঘুমে।।
কেটে যাচ্ছে সবক'টি ঘুমন্ত দিন আর বিনিদ্র রাত;
ঝরে যাচ্ছে তিলে তিলে চোখের সামনে-
বোধগম্যতার মধ্যে; স্বপ্ন বুনোর সূঁতো।


নিজেকে নিজের সান্ত্বনা আর কত!!
আর কত আফসোস কিংবা হা-হুঁতাশ?
নির্জনতা কাটাতে ---হৈ-হুল্লোড় করে--
কেটে যাচ্ছে সময়,আর...
হারিয়ে যাচ্ছে দিনে দিনে চোখের সামনে-
বোধগম্যতার মধ্যে; প্রাণবন্ততার নির্যাস।


নিজের কাছে নিজেকে লুকিয়ে আর কত!!
আর কত হারবে স্বপ্ন কিংবা স্বপ্ন বুনার সাধ?
চাওয়া পাওয়ার হিসেব মেলাতে-
কেটে যাচ্ছে সময় আর...
ভেঙ্গে যাচ্ছে তিলে তিলে চোখের সামনে-
বোধগম্যতার মধ্যে; আমার আশার বাঁধ।।


নিষ্ফলা ব্যস্ততায় ডুবে ডুবে,আর-
নিমগ্নতা কত শত ভাবনায়।
রাত জাগা পাখির মত; ভাবনা যত
মিশে যায় রাতের গভীরতায়।।


রচনাকালঃ ২৫/০৬/২০১১