১.
স্বর্গ লোভে কে মরছে ধুঁকে
ভাল থাকার আশা
রঙীন স্বপ্ন কত বুনছে বুকে
মিথ্যাচারে সব ঠাসা।


২.
যদি বিশ্বাস ই না থাকে কোন জনে
ভালবাসার বটবৃক্ষ জন্মাবে কার সনে?


৩.
আমি বর্ণহীন কিংবা বর্ণান্ধ হতে পারি,
তবু আমি তোমার-
নানান রঙে হারিয়ে যেতে চাই।
তোমার বেদনার নীলকে জয় করতে চাই।
ব্যর্থ হতে পারি..।।হই না আরেকবার!


৪.
তোমার ভালবাসা প্রকাশে - উচ্ছ্বাসে
আমার ভালবাসা নীরব বিশ্বাসে।
আমার ভালবাসায় ছোট্ট ছোট্ট চাওয়া
তোমার ভালবাসায় বিলাসিতার ছোঁয়া।


৫.
সব আবেগকে পুড়ে করে দিয়ে ছাই
আমি আবার তোমাকে ফিরে পেতে চাই।


৬.
তুমিহীন এ কি পরিনতি!
ওগো আমার প্রজাপতি।
তুমি হীন যে আমি অপূর্ণ
তুমি আমার ভালবাসার বর্ণ।