দুঃখগুলো আমি ছুঁড়ে ফেলেছি আজ নর্দমায়
অবশেষে হয়তো সুখ এসে ধরা দিল আমায়।
স্মৃতির কাগজটা ফেলেছি কোন এক ডাস্টবিনে,
তোমাকে পেয়ে বেঁচে থাকার লোভ জন্মেছে এ প্রাণে।
সময়ের কাঁটা এখন যেন আর থেমে থাকে না
হেঁটে চলি বহুদূর মনে নিয়ে তোমার আলপনা।।
সকল ক্ষোভ আর হতাশা আমার পিছু ছাড়ছে,
তোমার কথা ভেবে ভেবে সময়টা শুধু কাটছে!!


বুক কাঁপে তবু মাঝে মাঝে-- তুমি যে মেয়ে মানুষ
ভাল লাগে না যদি চলে যেও,দেব না আমি দোষ।
চলে যদি যাও- ভাল কথা; দুঃখ হবে না তাতে,
হয়তো স্মৃতি থেকে যাবে;আর ঘুম হবে না রাতে।
কষ্ট হবে কিন্তু! যখন তুমি কোন হোঁচট খাবে
আসবে না বাঁচাতে কেউ,কেবল আমাকেই পাবে।।


রচনাকালঃ ২৮/০৮/২০০৬