জীবনের ছন্দ হারিয়ে একই দ্বন্দ্বে বারবার-
ওরা তো প্রলেতারিয়াত!


কোন এক অদৃশ্য দেয়ালে চাপা পড়ে থাকে-
মত প্রকাশের স্বাধীনতা।
ভুলে গেলে কি চলে?
বুর্জোয়ারা করে দেয় বাঁচার একটু ফুসরত!!
বাঁচিয়ে রাখে বেঁচে থাকার স্বপ্ন..
জীবন আঁধারে দেয় তীক্ষ্ণ নিরাপত্তা,
আর কিনে নেয় কল-কাঠি নাড়ার নিয়ন্ত্রণ।।


মাঝে মাঝে মুখ ফসকে বেরিয়ে যায়-
জমিয়ে রাখা কিছু আর্ত শব্দাবলী;
আর তাতেই...!
কোন বিশেষণে বিশেষায়িত করা যায়!
মানসিক যন্ত্রণা?নাকি শুধুই দেহ খসে...
কে জানে?
সহস্র কষ্টেও দেখানো হাসির জায়গাটাও
কোন মাঠ-ঘাট,কোন চায়ের দোকান নয়;
মন ভরে হাসির জায়গা একটাই;যেখানে-
কেবল লুকিয়ে লুকিয়েই কাঁদে।।


জীবনের ছন্দ হারিয়ে একই দ্বন্দ্বে বারবার-
ওরা তো প্রলেতারিয়াত!
নতুবা কেন ওদের একমুঠো হাসি কিংবা
মুখ দিয়ে বের হওয়া দু'টো কথার বান কেড়ে নিবে-
ওদের নিরাপত্তা! কেন কেড়ে নিবে?


ওদের প্রতিটি রন্ধ্রে যে দ্বন্দ্ব চলে প্রতিনিয়ত-
তা বন্ধ হোক আর না হোক,ওদের হয়তো-
চোখ থাকতেও অন্ধ হয়েই থাকতে হয়।
ওদের পাওয়া দু'বিঘা সুখ চাষের জমি একটাই-
নিজের কুঁড়ে ঘর!!তাও বুর্জোয়াদের আড়ালে...
নতুবা হারিয়ে যাবে টিকে থাকার অবলম্বন।


সকল দ্বন্দ্বের সমাপ্তি ঘটে শুধু দীর্ঘশ্বাসে-
ওরা যে প্রলেতারিয়াত!


রচনাকালঃ ০২/০৬/২০১১