মৃদু বাতাস তোমার কন্ঠ হয়ে শিহরণ জাগায়,
অসময়ে মেঘ জমে হৃদয়ের কোণে।
যোজন যোজন দূরত্ব বাড়ে সময়ের সাথে।
জমে থাকা কথাগুলো ঘুরপাক খায় বের হবার ইচ্ছায়...
কিন্তু কোথাও যেন কেউ নেই,
ইসস যদি পাশে থাকতে...
কথার ফুলঝুরি ছিটিয়ে দিতাম...
কিংবা তোমাকে ভাসাতাম আমার নীরবতার বানে।
ইসস যদি তুমি শুনতে কান পেতে..
আমার অস্থির প্রতি স্পন্দনে তোমার স্পর্শ!
আজকের দীর্ঘরাত তবে আলোকময় হত নব  উচ্ছ্বাসে।
তুমি পাশে নেই বলে
আমার হিল্লোলিত প্রাণে বাজে বিরহের সুর,
আর রাতের অনুভব মিশে যায় তোমাতে।
যদি পাশে থাকতে তবে
জ্যোৎস্না স্নানে মত্ত হতাম খোলা আকাশের নিচে;
তোমার গন্ধ মাখাতাম আমার এলো চুলে।
না বলা কথাগুলো উঁকি মারে হৃদয় কুঠোর থেকে,
উদাসী হাওয়ায় মাতাল হই বারেবার-
তুমি পাশে নেই বলে।


রচনাকালঃ ২২/০১/২০১৬