স্বপ্ন দেখে দেখে ই কেটেছে এতো দিন;
কঠিন বাস্তবের কঠোরাঘাতে
আজ আমি তাই ছিন্ন...
রঙীন স্বপ্নগুলো বিবর্ণ  আজ,
পাথরে চাপা পড়ে আছে সাধ আহ্লাদ।


খোলা আকাশের নিচে বসে থাকি তাই।
কখনো বা শিশির সিক্ত ঘাসে,কিংবা
কখনো বা নদীর ধারে, পাহাড়ের চূড়ায়।
ভালো লাগে সব কিছু ই-
ভালো লাগে না কেবল আমাকে ই।


বদলে যায় পৃথিবী
বদলে যায় মানুষ
বদলায় বারে বারে প্রকৃতি
বদলালাম না কেবল আমি ই।


সংকোচ করে পথ চলি
কখন জানি হতে হয় অপমান--এ ভয়!
আত্মবিশ্বাস ডুবে গেছে কালের অতলে,
পৃথিবীর নির্মম আচরণে সত্যিই-
আজ আমি ছিন্ন!


রচনাকালঃ ০২/১০/২০০৫