চলো সখী
মৃদু বাতাসে প্রেমের স্পর্শ খুঁজি
এক বিশ্বাসে দু'জনে চোখ বুজি।


চলো সখী
ভালবাসার হাত বাড়াই আকুল প্রাণে
নীরবতার ইতি ঘটাই নতুন গানে।


চলো সখী
হারাই আবার পাখির মধুর কলতানে
ভাসাই জীবন তপ্ত হৃদয়ের আবাহনে।


চলো সখী
স্বপ্নের সিঁড়ি বেয়ে যাই  আকাশ পানে
প্রেম জাগুক তবে উষ্ণ এক আলিঙ্গনে।


চলো সখী
মেতে উঠি ঝিঁ ঝিঁ পোকার শব্দ খেলায়
ভাসতে থাকি নিরুদ্দেশে আশার ভেলায়।


চলো সখী
ডুবসাঁতারে মত্ত হই মহাকালের অসীম তলে
শান্ত এক নদী হই অভিমানের বরফ গলে।


চলো সখী
পাড়ি জমাই শুভ্র কোমল মেঘের দেশে
পালিয়ে বেড়াই সঙ্গোপনে অচীন বেশে।


চলো সখী
এবার স্তব্ধ হই ঠোঁট দু'টোর আলতো ছোঁয়ায়
জীবনটা পূর্ণ হোক ভালবাসার উষ্ণ ধোঁয়ায়।।


রচনাকালঃ ২৩/০১/২০১৬