নিঃসঙ্গতাকে সঙ্গী করে চলছে জীবন তরী;
কোলাহলের আড়ালে বেঁচে থাকা।
নির্জনতায় বাস! এটা-
জীবনের পরম সার্থকতা নয় কি?


অতীতকে দুঃস্বপ্ন ভাবা শুরু করেছিলাম যেন;
তবে সে অতীত ই যে, বর্তমানকে -
পিছু টানবে।সে'টা কে জানতো?


ফেলে আসা দিন ভর করেছে আমার ঘাড়ে,
কঠিন বাস্তব আজ আমার মুখোমুখি,আর
আমি স্তম্ভের মতোই অনড়।নির্বাক।।
আমি কাকে দোষ দিব?
না পারছি অতীতকে আস্তাকুঁড়ে ফেলে দিতে,
না পারছি স্বাগত জানাতে সুন্দর বর্তমানকে।
অতীত আর বর্তমানের দ্বন্দ্বে-
আমার স্বরূপের প্রকাশ কেবল আমার নীরবতা।


আমি সত্যিই সহস্র দ্বিধা-দ্বন্দ্বের মুখোমুখি,
চরম বাস্তবতার কাছে আমি যেন অসহায়!


রচনাকালঃ ১২/১২/২০০৫