রহস্য ভেদ হয় না আর!
তোমার অদ্ভুতুড়ে  দৃষ্টিতে বারে বারে
রক্তাক্ত হয় আমার হৃৎপিন্ড!
স্পন্দনে যেন সীমাহীন ক্লান্তি!
তোমার চতুর্দিকে ঘুরি উষ্ণতা অন্বেষণে,
তোমার অদ্ভুত নীরবতায়
শরীর জমে হয় শীতল মাংসস্তুপ।
নিথর হয় অনুভূতি।


তোমার অমলিন হাসিতে,
চোখের পলকে পাড়ি জমাই -
সমস্ত লৌকিকতার ওপারে।
তোমার সংকোচ কিংবা সংকীর্ণতায়,
অঙ্কুরিত স্বপ্নবীজ আমার  নিমিষেই-
হারায় অনিশ্চয়তার অকুল পাথারে।


তোমার দ্বিধা-দ্বন্দ্বের মাঝে-
পিষ্ট হয়ে আমি সুখ খুঁজি,
ধৈর্যের শেষ সীমানায় দাঁড়িয়ে।
আমি পথ চেয়ে থাকি অবিরত
তোমার ব্যস্ততার কোণে পড়ে থাকা-
একটুখানি সময়ের অপেক্ষায়!


রচনাকালঃ ২৯/০১/২০১৬