অনিয়ম-অনাচার-অসমতা;আবার-
বন্যা-ঝড়-ভূমিকম্পের নির্মমতা;
নিষ্ঠুর নিয়তি,আজকের কঠিন বাস্তবতা।


তবু বিবেকের কাছে পরাজিত নয়
কিছু মানুষ;মানবতার জন্যে...


চোখ মেললেই দেখা যায় যেখানে-
অসহায় দুস্থ মানুষের করুণ আর্তনাদ,
আর দেখা যায়-
সমাজের সচেতন মানুষের সচেতন অবহেলা
আর দৃষ্টির অগোচরে থেকে যায়-
কিছু মানুষের নিঃস্বার্থ মানবতা,
যারা এখনো বাড়িয়ে দেয় সহায়তার হাত।।


প্রচন্ড শীতে যখন দেশ কাঁপে,
ভেসে যায় যখন সব বন্যায়,কিংবা-
ঝড়ে লন্ডভন্ড হয় চারপাশ,
পরনের একটা কাপড়, দু'মুঠো ভাত
কিংবা মাথা গোঁজার একটুখানি ঠাঁই-
দিতে চায় তখন তাদের কিছু মানুষ।


এসিড-দগ্ধ হয় যখন কোন অসহায় নারী
সে জীবন আবার-
সাজিয়ে দিয়ে চায় কিছু মানুষ।
বিনে চিকিৎসায় ধুঁকে ধুঁকে যখন-
মৃত্যুর সাথে লড়ে কোন অসহায় বুড়ো বাবা;
তাদের হাতে টাকা তুলে
দিতে চায় আজো, কিছু মানুষ।


বিবেকের কাছে পরাজিত নয় আজ
কিছু মানুষ; মানবতার জন্যে...


রক্তের সন্ধানে যখন ছুটোছুটি
করে,কোন অসুস্থ মায়ের অসহায় ছেলে,
এখনো রক্তদানে যায় কিছু মানুষ,
শুধুই মানবতার জন্যে।


সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখায়
সে সব মানুষ,বদলাতে চায়
পৃথিবীর এ ধূসর রঙ।


যেখানে মারামারি আর রেষারেষি
ভালবাসায় ভরে দিতে চায় সে মাটি,
যেখানে ধ্বনিত হয় কান্নার সুর
এক গাল হাসি ফিরিয়ে দিতে চায় সেখানে।


বিবেকের কাছে পরাজিত নয় আজ
কিছু মানুষ;মানবতার জন্যে...


মানুষের তরে তারা বিলিয়ে দেয়
নিজেকে,তারা গড়তে পারে
সুন্দর একটা স্বপ্ন,যে স্বপ্নে-
ভর করে চলবে সময়ের চাকা।


দরকার শুধু-
সে সব মানুষের জন্য একটু সহায়তা
যারা অসহায়ের মতো বাঁচে।


দরকার শুধু-
সে সব মানুষের জন্য একটু সচেতনতা,
যারা বৃথাই নিজেদের সচেতন ভাবে।।


রচনাকালঃ ০৫/০১/২০০৮