ধূলো মাখা পথে হেঁটেছি অনেক,
দূর-বহুদূর।
পার হয়েছে ধূ-ধূ প্রান্তর,
গিরি দূর্গম।
অবশেষে...
হাঁটছি এখন স্বপ্ন-ভেজা পথে।
মাথার উপর সোনালী রোদ্দুর।।
আর স্নিগ্ধ খোলা হাওয়ায়-
মন দোলছে নতুন উচ্ছ্বাসে।।
চারপাশ ঘেরা এখন সবুজ বনানী,
বাতাসে আর ভার অনুভূত হয় না,
নিঃশ্বাস আজ হালকা;
স্বপ্নগুলো হাতের মুঠোয়,আর-
আমি কোন এক পূর্ণতার অপেক্ষায়।।


রচনাকালঃ ২৯/০৫/২০১৩