রুদ্ধ দ্বারের মুক্তি;ঐ মায়াবী চোখ,
বিদ্রোহ কাঁপে শরীর, তোমার এলো চুল।
নান্দনিকতা ভাসে বাতাসে,তোমার মিষ্টি হাসি।।


হয়তো অবুঝ তোমার কোমল মন
কথার ফুলঝুরিতে মুখরিত জীবন তট।


একতারায় উঠে বিধুর সুরের মূর্ছনা,
লিঁয়াজো হয় দু'টি প্রাণে,হৃদয়ের মৌনতায়।।


রচনাকালঃ ০৪/০২/২০১৬