পড়ন্ত বিকেলে ফাগুনের হাওয়ায়-
আজ মনটা ভাসছে না;
থেমে গেছে দূরন্তপনা,
কিংবা মনের ছুটোছুটি খেলা।


দূর থেকে অনুভব করছি তোমায়,
দেখেছি তোমার অপরূপ বাসন্তী সাজ;
হলদে আভা ফুটে উঠেছে তোমার স্নিগ্ধ চোখে,
আর দেখেছি তোমার প্রাণবন্ততা;
চলছে শুধু আমার নীরব আর্তনাদ।।


ফাগুনের আগুনটা পুড়িয়ে মারছে আমাকে-
পুড়িয়ে মারছে তোমাকে কাছে না পাবার আকুলতা।
তোমার  ঐ হাসি মুখ-- আর আমার নিথর অনুভূতি...
দুই বসন্তের মাঝে এতো ব্যবধান!!
ব্যবধান আমাদের ভালো থাকাতে-
ব্যবধান আমাদের চাওয়া- না পাওয়ার দ্বন্দ্বে...


আজ তোমার উন্মাদনার ফাগুন;
আর আমার মাতাল বসন্ত।


রচনাকালঃ ১৩/০২/২০১২