আমার চপল চিত্তে আজ
বাজে কীসের গান,
বুকের মাঝে সুরের ধারায়
ভরিয়ে দেয় প্রাণ।
ছিন্নবিচ্ছিন্ন বিদীর্ণ হিয়ায়
শান্তির ছোঁয়া লাগে,
ভাঙা এ মনে আজই এক্ষনে
কীসের প্রেম জাগে।
আশার আলো জ্বালায় মনে
আনে ধৈর্য্যের বান,
স্বপ্নটাকে সত্যি করে
কাটায় সব ম্লান।


তবু কারা যেন করে কলরব
কাড়তে চায় শান্তি!
হিংসার ধ্বজা গাড়তে চায়
দিতে চায় শুধু ক্লান্তি!
মুছিয়ে দিতে চায় আনন্দ
থামাতে চায় গান,
মুহুর্মুহু গুলির শব্দে
ফাটাতে চায় কান।
ওরা কারা যারা শান্তিকে দুরে রাখে
বাজায় সন্ত্রাসের গান।
ওরা কারা যারা এত অবহেলায়
ফেলে প্রকৃতির দান।


"না" এ গান থামবার নয়,
এ গানের হবে না শেষ।
এ তো শান্তির গান, মানবতার গান,
ঘোচায় সকল দ্বেষ।
এ সুর তালের ক্ষয় নেই কোনো
পাপকে করে পূর্ণ,
আঁধার সরিয়ে আনে আলো
অহংকারকে চূর্ণ।
তবু ওরা কেন বোঝেনা এসব
করে দ্বন্দ্বের গর্জন,
আমি অসহায়, আমি নিরুপায়,
এ গান আমার শোনা প্রয়োজন।