আমি প্রতিরাতে খুন করি সারাদিনে তৈরি করা কল্পনা গুলাকে,
বুকের ভেতর বাড়তে থাকা ইচ্ছা গুলাকে।।
স্বপ্নগুলো যেন প্রতিরাতেই খুন করে আমায়।
স্বপ্ন গুলা রক্তাক্ত,ক্ষতবিক্ষত হয়ে বিলীন হয়ে যায় রোজ।।
মুক্তির আশায় তৃষ্ণার্ত আমি দুরন্ত হয়ে ছুটি মেঘের বজ্রধ্বনিতে।।
আর "মুক্তি নেই, মুক্তি নেই" বলে হাসিতে লুটায় ঈশ্বরের কণ্ঠ
উন্মুক্ত কারাগার জুড়ে কেবল আমারই মৃত্যুময় আর্তনাদ।
স্রষ্টার সাথে প্রিয় সৃষ্টিরাও বিমুখ আমার প্রতি।দিগন্তজুড়ে কেবল পাড় ভাঙার শব্দ নিয়ে মৃত্যু আমায় আলিঙ্গন করে।
অবশেষে ভোর রাতের স্বপ্নও পূর্ণ হয়।
একরাতে মেঘেরও ছুটি হয়...