তোমার জন্য রেখে গেলাম
কোন এক শুভ্র বিকেলের দুরন্ত শঙ্খচিল
আর ঐ অদূরের সদ্য ফোঁটা পানকৌড়ির পদ্মবিল।
তোমার জন্যই রেখে গেলাম  বর্ষার এই আয়োজন
ভিজবে বলে তুমি আজ তোমার অদম্য সুখের উল্লাসে।
তোমার জন্য রেখে গেলাম,
বিকেলের আকাশের রক্তিমা লাল টিপ
আর রাতের হাজার তারার ভিড়ের একটি চাঁদ
সবই তোমার তরে।
তবু পূর্ণ হোক আজ সকল সুখ
পূর্ণ তোমার প্রাণে।
তোমার জন্য রেখে গেলাম প্রিয় রাধাচূড়া
আর রেখে গেলাম
তুমি নামক এক অপূর্ণ স্বপ্ন যা আজও আমার আকাশছোঁয়া।


১৬/০৬/১৬
দীপ্ত
শেরপুর