প্রতিরাতে ঘুমের মধ্যে মৃত্যু আমাকে স্পর্শ করে
আর এ এক একটি ঘুম ভীষণ যন্ত্রণার
আমার এক একটি ঘুম এক একটি স্বপ্ন।
যন্ত্রণাকাতর এক একটি স্বপ্ন বুকে এঁকে যায়
মৃত্যুর চিত্রপট,
আর শুনিয়ে যায় দুরন্ত মেঘের নিশ্চুপ বজ্রধ্বনি
দুকূল জুড়ে ছুটে আসে যমদূতের নিষ্ঠুরতা
তারা ভাঙে এপাড়, ভাঙে ওপাড়
দিগন্তব্যাপী  ছড়ায় আমার মৃত্যুর ভয়ানক আর্তনাদ।
আমি ছুটছি,তবু যেন চারপাশ বন্ধি এক উন্মুক্ত কারাগার।
মুছে যায় রূপালি চাঁদের নীল জ্যোৎস্না
আর বাতাসে ভেসে আসে ভয়ানক মৃত্যুর বিষণ্ণতা।
মৃত্যু উল্লাস করে আমায় নিয়ে,
মুছে ফেলে আমার পদচিহ্ন পৃথিবীর পরে।
পরে থাকে প্রিয়সব অজস্র কবিতা
হারিয়ে যাই প্রিয়জনের হাতের স্পর্শ স্নিগ্ধতা।
আর স্বপ্ন বারবার আমায় নিয়ে আলিঙ্গন করে মৃত্যুকামনা।


মৃতের আত্মহনন
লেখা : দীপ্ত মোদক
১৬/০৭/১৬
শেরপুর।