আমাকে লিখে দেয়ার পর
জানি, তোমার আর কোন চাওয়া নেই।
এবার ভেবেছি তাই একশ বিঘা আকাশ কিনবো তোমার জন্য
তোমার ইচ্ছেমত রং এ ভরিয়ে দেবো সে আকাশ
তোমার আমার প্রিয় আকাশ জুড়ে থাকবে
নানা জল্পনাকল্পনা,
আর ইচ্ছে হলেই সব কাজ ফেলে
দেখিয়ে নিয়ে আসবো পুরো আকাশ জুড়ে
তোমার প্রিয় মেঘের যতো আঁকা সব আল্পনা।
তুমি আচ্ছন্নদৃষ্টিতে তাকিয়ে থাকবে আর
মুগ্ধতায় খিলখিল করে হাসবে।
তুমি বলবে "পাগল একটা, এসব কেউ করে কখনো? "
দিগন্তজোড়া তোমার মধুর হাসির সাথেসাথেই
মেঘের রাজ্যে নাম জানা আর অজানা হাজার ফুল ফুটবে।
গাছের ডালেডালে থাকা সব পাখিরা উড়ে এসে
তোমায় নিয়ে মেঘের রাজ্যে বসাবে গানের আসর।
আমার একশ বিঘা আকাশে তুমি হবে মেঘরানী।
অনেক শীতে কুয়াশা ভেঙে যখন সূর্য উঠবে
দুজন মিলে রোদ পোহাবো,
আমি শীত লাগছে বলতেই তোমার আলিঙ্গনে
মেঘের বুকে ভেসে উঠবে শত রঙের রামধনু
তোমার উষ্ণ আলিঙ্গনে মেঘ হারাবে তুমিত্বতে।
আর তোমার চুলে ঠাঁই পাবে দূরন্ত মেঘের কালো রঙ
যেনো তোমারই অপেক্ষায় ছিলো সব আয়োজন
আবার খুব খড়াতে দুজন মিলে ঝড়াবো সুখের বর্ষণ।
তোমার আলোয় জ্বলবে চাঁদ
আর আমি জ্যোৎস্না পোহাবো সারারাত।
তোমার জন্য একশো বিঘা আকাশ কিনবো এবার
তোমার জন্য একশো বিঘা আকাশ কিনবো এবার...!!


২৭/০১/১৭
দীপ্ত
শেরপুর