জীবনে এমন একটা মানুষ খুব দরকার,
যাকে ভালোবেসে নিঃস্ব হওয়া যায়।
এক জীবনের প্রতিটা মুহূর্তের মূল্য দিয়ে-
যাকে নিজের করে নেওয়া যায় ।
যার হাসি দেখে সোনালী রোদের আভায়
জীবন ঝলমলিয়ে উঠে ।
যার চোখের জলের ফোঁটার আঘাতে
বুকের পাঁজর ভেঙে চুরমার হয়ে যায় ।
যার মঙ্গল কামনায় নাস্তিক হৃদয় ও
ঈশ্বর সাধনার ছলে মাথা ঠুকে বারবার ।
অসীম দূরত্বে থেকেও যাকে ছোঁয়া যায়, যার সাথে একাত্ম হওয়া যায়,
গভীর অন্ধকারে ঢেকে যাওয়া জীবনে,
যার অস্তিত্ব অনুভব করা যায় পূর্ণিমার চাঁদের মতো।
হাসি-কান্নার, সুখ-দুঃখের প্রতিটা মুহূর্তে
হৃদয়টাকে ছুঁয়ে থাকে যে,
এমন একটা মানুষ জীবনে খুব প্রয়োজন ।
হ্যাঁ,  জীবনের সাদা-কালো আর রঙিন দিনগুলো উৎসর্গ করার জন্য তাকে খুব প্রয়োজন ।
ভালোবেসে নিঃস্ব হওয়ার জন্য,
তার পৃথিবীতে নিজেকে হারিয়ে ফেলার জন্য,
তাকেই বড়ো বেশি প্রয়োজন ।