যখন আমি থাকবো না তোমার ছোট্ট ঘরে,
তখন আমায় পরবে মনে এমন করে?
চলে যাওয়ার পথটা আমার দেখবে তখন দুচোখ ভরে?
আমায় তখন ভাববে তুমি?
একলা রাতে চাঁদের সাথে বসবে যখন ছাদের, পরে।
শরৎ ভোরে, সোনা রোদে যদি আমায় মনে পরে,
দু চোখ তোমার উঠবে কি গো ব্যথার নোনা জলে ভরে?
গোপন ব্যথার ত্বরন যখন বইবে তোমার হৃদয় জুড়ে,
আমায় ভেবে তুমি তখন গাইবে কি গান ব্যথার সুরে?


যখন আমি থাকবো না এই ছোট্ট ঘরে,
ভাসবো আমি অলীকসুখে মৃত্যু লোকে তারার ঘরে,
তুমি কি গো একলা রবে আমার স্মৃতি বুকে ধরে?
চাই না অমন মরণ আমার, তোমায় রেখে একলা ঘরে,
চাই না আমি ছাড়তে তোমায় বিশ্ব মাঝে এমন করে,
হাজার আলোর ঝাড়বাতি হয়ে থাকবো তোমার জীবন জুড়ে ।