আমার স্বপ্ন,
যখন দুচোখের তারা বেয়ে নেমে এসে,
মেঠো পথ ধরে চলে যায়,
অজানা কোনো এক সবুজের ঠিকানায়,
তুমি তার সাথী হয়ে চলো সাথে সাথে ।
ওরা কথা বলে,
পথে যেতে যেতে ।
ওরা কথা বলে,
তোমার মুখ পানে চেয়ে,
হাতে হাত রেখে ।


নিস্তরঙ্গ হৃদয়ের মাঠ,
আবারও এলোমেলো হয়, তরঙ্গায়িত হয়,
তোমার ছোঁয়ায়,
তোমারি চুম্বনে।


বকুলের তলে আমার স্বপ্ন সেদিন থমকে দাঁড়ায় ।
আজ ফের চলেছে সে আঁকা বাঁকা, এলোমেলো, বন্ধুর পথে।
আজ ফের চলেছে সে ডানা মেলে-
ঐ দূর! সুদূরের পথ ধরে,
আকাশের নীলিমায়, দুরন্ত বাতাসের হাত ধরে।
তোমার দু-বাহু তলে লুকোবার ছলে।


তোমারি পরশে আজ পিপাসিত বুকে খেলে জোয়ারের জল ।
বসন্ত বিকেলের এলোকেশী সমীরণ,
তোমার গায়ের গন্ধ বয়ে নিয়ে চলে,
দূর হতে দূরান্ত পথে, আমার তুলিতে আঁকা,
আমারই রঙিন এক পৃথিবীর কোলে ।
আমারই হাসির মাঝে বিলাসে ছড়ায়,
ওই এক পৃথিবীর একরাশ সুখ,
দুহাতে হৃদয়ে ভরে তোমার সুবাস।
আমার স্বপ্ন মেঠো পথ বেয়ে,
তখন ও চলেছে ধেয়ে,
সেই এক অজানায়,
পুরাতন ঠিকানায় ।