আমার হৃদয় রাজ্যের সম্রাট তুমি,
রাজত্বটা নাই বা নিলে।
আমার ভালোবাসার ফুলদানিটা
সাজাতে চাই যে ফুল দিয়ে,
সে ফুল তোমার বাগান হতে
একটা তুমি নাইবা দিলে,
তা বলে কী ফুলদানিটা শূন্য রবে?


সেদিন আমি গভীর রাতে,
তোমার বাহারি ফুলের বাগান হতে,
একটা শুধু ফুল নিয়েছি, চুরি করে।
সে ফুল আমি যত্ন করে,
সাজিয়েছিলাম ফুলদানিতে,
জানতে তুমি?
সেই ফুলের সুবাস-
তোমার ঘরের জানলা দিয়ে উঁকি মারে।
তুমি তারে চিনতে পারো?
চঞ্চল সে ফুলের সুবাস,
তোমার বাগান জুড়ে খেলা করে।
তুমি কি তা বুঝতে পারো?


একদিন সে ফুলদানিটা ভরিয়ে দেবে ।
আমার ঘরে ফুলের সুবাস ছড়িয়ে দেবে।
হয়তো সেদিন তোমার বাগান শুকিয়ে যাবে।
হয়তো তুমি অনুতাপে পুড়বে তখন,
অনাদরে হারিয়ে ফেলা ফুলদানিটা দেখবে যখন।
হয়তো তোমার বুকে তখন,
মরুভূমির তপ্ত দহন।
কষ্ট হবে ভীষণ তোমার।
সেটা তুমি সইতে পারবে?