ওরা বলে, তুমি নাকি নেই আমার পাশে।
আমি কি করে বোঝাই বলো তো,
তুমি আমার চোখের তারায় চির প্রতীয়মান ।
তুমি আমার হৃদয় খাঁচায় রঙের ছটায় সোনার পাখি।
ওরা তোমার পায় না দেখা,
ওরা আমার অনুভবের পায় না ছোঁয়া।


আমি ওদের কেমন করে দেখাই বলো,
তুমি আমার ভালোবাসার অতল গভীরে।
সোনা ঝরা শীতের দুপুর, বুকের মাঝে লুকিয়ে আছো নীরব আদরে।
আমি কেমন করে শোনাই বলো,
আমার মনের অচিনপুরে, ভালোবাসার সুরে সুরে
গাইছো তুমি গান।
তোমার বীণার সুর বেজে যায় আমার কানে।
প্রতিক্ষণে ।


ওরা বলে, তুমি নাকি নেই আমার পাশে।
আমি কেমন করে বোঝাই ওদের বলো,
আমার সন্ধ্যাকালের সন্ধ্যাপ্রদীপ তুমি,
নিশীথ রাতের স্বপ্নে আছো তুমি,
ভোরের বেলায় ঠাকুরঘরে তুমি,
গভীর রাতের চোখের জলে তুমি,
স্মৃতির খাতার পাতায় পাতায় তুমি, শুধু তুমি।
আমি কেমন করে বোঝাই ওদের বলো,
তুমি আমার পাশেই ছিলে, আছো আজও,
থাকবে নিরন্তর ।
আমি কেমন করে বোঝাই ?