যদি কভূ না ফিরিবে তুমি মোর দ্বারে,
তবে কেন তুমি 'আসি তবে' বলেছিলে?
যদি কভূ না ফিরিবে আর এই ঘরে,
তবে কেন ঘর বেঁধেছিলে?
যদি যাবে তুমি ছোটে ওই দূর দেশে,
তবে কেন দেখা দিয়েছিলে কাছে এসে?
যদি সব ফুল গাছ থেকে নেবে ছিড়ে,
তবে কেন গাছে জল তুমি ঢেলেছিলে?
যদি কভূ না বাসিবে ভালো অভাগীরে ?
তবে কেন তুমি আঁখি পানে চেয়েছিলে ?
যদি আরো সুখ ডেকে যায় দূর হতে -
যদি আরো আরো আরো হাসি চাও পেতে,
তবে যাও যাও যাও তুমি যতদূরে -
খুলে দেই হৃদয়ের দ্বারটারে ।
তুমি যাও চলে যাবে আর যতদূরে,
তুমি তাকাবে না কভূ আর পিছে ফিরে।
দেখো গিয়ে কত সুখ আছে হেথা ।
না বাড়ে কখনো তব বুকে ব্যথা ।