তোমার শহরে আসছি।
কিন্তু তোমারে খুঁইজ্যা পাইতাছি না।


ঐ অন্ধকার বড় রাস্তাটায় এখন অনেক আলো।
ডাস্টবিনের গন্ধটাও এখন নাকে লাগে না।
আর লাগবোই বা ক্যামনে!
তোমার সেই প্রিয় পারফিউমের মত-
এলকোহলের গন্ধে মৌ মৌ করতাছে রাস্তাটা।
অন্যরকম এক ফিলিংস হইতাছে।
তবুও তোমারে খুঁইজ্যা পাইতাছি না।


তোমার বাড়ির সেই রঙচটা গেটের সামনে দাঁড়ায়ে আছি।
কুত্তাগুলা তোমার মত শুইয়া আছে।
তোমার ঘরের ভিতর থেইক্যা রঙ-বেরঙের শব্দ আসে।
ওগো শুয়ে থাকা দেখতাছি-
কিন্তু তোমার শুয়া দেখতাছি না, আফসোস!


বারান্দায় তোমার ছোট পোশাকগুলো ঝুলতে দেখা যাচ্ছে।
কিন্তু তোমারে ঝুলতে দেখা যাচ্ছে না।
ঐ করই গাছের নিচে দাঁড়ায়ে রঙ চা খাইতাছি।
কিন্তু আফসোস, তোমারে খাইতে পারতাছি না।