তোমার হাতের আদর পায় টবের-ঠুকনো ঘাস ফুল,
তোমার পায়ের কোমল স্পর্শে আত্মহুতি দেয়
ঘাসের উপরে পরে থাকা-শুধুই এক বেলার শিশির,
আর ঐ যে-কি এক অদ্ভুত অহেতুক সুন্দর পরিচর্যায়,
জরিয়ে রেখেছো-গলার হার;দু-কানের দুল!

কিন্তু তোমার ছায়ার অপেক্ষায় কেটে গেছে আমার সহস্র কাল!
সহস্র কালের অপেক্ষারত চোখে-শুধুই চেয়ে চেয়ে দেখেছি-
তোমার তুলী দিয়ে আঁকা ঠোঁটের সাথে ঠোঁটের-
আর লাল কেমিক্যালের আলিঙ্গন,
হরীনের মতো নীল দুটো চোখের প'রে লেগে থাকা-
গাড়ো কালো-কাজলের আবরণ,
আর দুধে ধোয়া ঐ দুটি হাতের সাথে লেপটে যাওয়া-
বাজারের সস্তা মেহেদীর রং।

আমি জানি; এর সবই তোমার পরম যত্নের-
প্রচণ্ড ভালোবাসার-
এগুলোর সবই-
তোমার ঠোঁটে নিয়ে আসে সেই ঐশ্বরিক হাসি,
যার মাদকতার উন্মাদনায়-
আমি হাজার হাজার বার-হাসি মুখে খুন হতে রাজি।
অথচ তোমার চোখে মুখে নেই প্রেম-নেই আবেগ,
নেই সততা- নেই অহংকার হীনতা-
নেই আমারই প্রয়োজনীয়তা।
কিন্তু তোমারই ছায়ার অপেক্ষায়-বেড়ে গেছে-
আমার সময়ের শূন্যতা!

অথচ তুমি একেবারেই জানো না-
তুমি সুন্দর তাই শুধুই চেয়ে থাকি,
তুমি সুন্দর-তাই তোমাকে ভালোবাসি না!
কেউ তোমাকে,তুমি সুন্দর-তাই ভালোবাসে না!