ধরো সেদিন সন্ধ্যা,
বাইরে বৃষ্টি,ঝড়ো বাতাস বইছে,
তুমি আমি ঘরটির দুই প্রান্তে
ইচ্ছে নয়,অনিশ্চিত কারুকার্যের চাপে,
আটকা পড়ে আছি-
দুটি প্রাণ।
যাদের চেনা-জানা আর যাতায়াত ছিল
বহু বছর আগে।

অথচ: একটি মাত্র প্রাণ জানে,
তোমার আঙুলের ফাঁকে আঙ্গুল কথা বলে,
ঠোঁটের ভাজে গল্প আর কাব্য গাঁথা থাকে,
কাঁদের নিচে, বুকের তিলে,
বহু জাগতিক মনীষী-ঋষি র মৃত্যু ঘটে।
প্রতিদিন- প্রতি বারে।

তাই যদি কোন সন্ধ্যা,
ইচ্ছে নয়,অনিশ্চিত কারুকার্যের চাপে,
দুজনে একটি ঘরের দেয়াল জুড়ে
আটকা পরে থাকি,
দুটি প্রাণ।
যাদের অপেক্ষারত আরো দুটি প্রাণ।

অথচ: একটি মাত্র প্রাণ, আরো একবার বলবে।
"থাকো না আরো কিছুক্ষণ?"
অনেক কথা জমে আছে,
কোন গল্প আর কাব্য পড়ি না বহুদিন,
সকল ঋষি-রা আজ ও জীবিত,
আমি ক্লান্ত!