একদিন সমস্ত পৃথিবীর চারপাশে
প্রদক্ষিণ গ্রহ নক্ষত্রের আদ্যোপান্ত বিশ্লেষণ করে-
জ্যামিতির নির্ভুল ব্যসার্ধে নিরুপন করবই তোমার আমার বৃত্তের জিরো পয়েন্ট- আর তার পরিসীমা;
তুমি ভালোবাসা নিবে- আমাদের বৃত্তের চার পাশেই ঘুরবে,
বাইরে যাবার সকল পথ থাকবে বন্ধ।
আর সেদিন-ই সমস্ত হৃদয় নিঙ্গড়ানো ভালোবাসার রক্তস্রোত ছুটাবো তোমার হৃদয়কে লক্ষ্য বস্তু করে-
আলোর গতি বেগে।