সময়ের চোখ শুধু ঝাপসায় হয়েছে সময়ের স্রোতে!
তার কার্নিশে ঝুলে থাকা চশমার ফ্রেমে
            বেড়েছে  পজেটিভের অত্যাচার,
আকাশের মতো বিস্তৃত পরিসীমা নিয়ে রংধনু         
                            ছড়িয়েছে দেয়ালের ক্যালেন্ডার,
ছড়িয়ে ছিটিয়ে থাকা তারার মতো কলমের বৃত্তে
                        কয়েদির বেশে লালিত      
           হয়েছে আমার অপেক্ষার এক একটি প্রহর।
    তবু এক সুক্ষ-সংক্ষিপ্ত খবরের কাগজ-
           কখনোই নিয়ে আসে নি
                      তোমার খবর-আমার ডাক বক্সে,
সময়ের চোখ শুধু ঝাপসায় হয়েছে সময়ের স্রোতে!

       দুর্বার আন্দোলনে সময়ের
                প্রতিবাদ রুপ নিয়েছে মিছিলে-
স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে বিরতিহীন শ্লোগান।
গ্যালাক্সির মতো বৃহত্তর হয়েছে অপেক্ষার চন্দ্রগ্রহণ!
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়েছে তোমার আমার
              পাশাপাশি হাঁটা রাস্তার অস্তিত্ব,
                  ঠোঁট ভিজানো ঠোঁটের স্পর্শ,
              হাহাকার বুকের তৃষ্ণা মেটানো উষ্ণ-
             শরীরে শরীরের জমে থাকা তাপ।
       
তবু এক গোলাপের শুকনো
               পাপড়ির শিড়ায়
             জমে থাকা ব্যথায়
  ফিরে আসার আর্তনাদ টুকু
     শুনতে পাই নি তোমার বুকে কান পেতে,
সময়ের চোখ শুধু ঝাপসায় হয়েছে সময়ের স্রোতে!