১০২/বি মহনপুর, ঢাকা ১২০০- সেই ঠিকানাতেই আছি!
এখনো প্রতিরাতে এ শহর ঘুমোতে গেলে-হতভম্বিত চোখে আমার তাকিয়ে দেখার স্থান গুলো সংক্ষেপ হয়ে এলে, দু-তলার এক কোনে সেই স্যাঁতসেঁতে ঘরটির দরজায় কড়া নাড়ি-
এখনো ঘরের সবগুলো দেয়ালে আমার নামের পাশে আরবী হরফে লেখা আছে- আলিফ-জের-মীম-পেশ!
এখনো দক্ষিণের দেয়ালে মাত্র দু শো টাকায় কেনা টেবিলের উপরে রাখা আছে, তোমার দেয়া দিন পঞ্জিকা আর কালি শেষ হতে আসা কলমটি!
ব্যথা-রাগ-অনুরাগ-অভিমান,প্রেম-ভালোবাসা-অবহেলা-ছলনা,সব কিছু দিয়ে আজো বাচিয়ে রেখেছি তোমার নিয়ে আসা গোলাপের শেষ চারাগাছ!

কতো গোলাপ শুকিয়ে গেল তার!
কতো দিন চলে গেল, দিন পঞ্জিকায়-
তুমি বলেছিলে চিঠি দেবে-
তবে চিঠি পৌঁছে নি ঠিকানায়!