তোমার চোখে মুখে যে ঘুমের ক্লান্ততা মাখিয়ে রেখেছো-
শীতের সকালের করা শুঁটকির ভর্তার মতো!
ঐখান থেকে সামান্য তুমি আমাকেও দিও!
আমি চেটে পুঁটে গিলে খাবো এক চিলতে ঘুম।
তারপর- ঘুমাব কিছুক্ষণ!
একটা সদ্যোজাত শিশুর মতো
মৃত প্রায় বৃদ্ধের মতো
নেশাতুর মাদকাসক্তের মতো
অথবা মৃত্যু প্রাপ্ত লাশের মতো,
ঘুমাব কিছুক্ষণ আমি।

যেটুকু তোমার অপ্রয়োজনীয়-
     ঐ টুকুন ঘুমই তুমি আমাকে দিও!
প্রয়োজনীয় যা কিছু জীবনে
  সবটুকু তোমারই- তুমিই নিয়ে নিও!