বারোয়ারি মাংসের স্বাদ যার ঠোঁটে আর পেটে,
যার শরীরের আপাদমস্তক উসকানিয়ে উঠে সময়ের ভ্রু কুচকানিতে-
যার চোখের রক্তিম লাভা চেটেপুটে খায়-তোমার ভোরের আলোয় ফোটা যৌবন,
আর হাতের তালুর বিরামহীন খুচ-খুছানিতে খোঁজে বেড়ায় এক ইঞ্চি সুযোগ-
মানুষের ভিড়ে, ল্যাম্পপোস্টের নিচে, ভিক্ষুকের বেশে-খালি বাসস্ট্যান্ডে, বাসের ভিতরে!

তোমরা তাকে বলেছো বেহায়া-লম্পট-রেপিস্ট অথবা  কুলাঙ্গার- আমি পারি নি!
তোমরা তাদের দিয়েছো সাজা- দাড় করিয়েছো মহামান্য আদালতের কাঠকড়ায়; প্রমাণ করিয়েছো- ঠিক কোথায়, কীভাবে কতটা হাত লেগেছিল তার; আমার মায়ের আর বোনের গায়ে। আমি পারি নি!

তাদের আমি মাংসাশী প্রিডাটর নাম দিয়েছি মানুষের পরিবর্তে,
তাদের নামের ফাইলে আমি "মোস্ট ওয়ান্টেট" স্ট্যাম্প মেরে-
দর্শন মাত্র ক্রশফায়ারের রায় দিয়ে দিয়েছি-
আমার আদালতে!