হবে কি তুমি একটি গল্প, অথবা পরিচিত কোন গান-
তোমায় পড়তে পড়তে আর গাইতে গাইতেই ঘটাবো অবসান?
হবে কি তুমি চায়ের চুমুকে আমার রুক্ষ ঠোঁটের আবেগ-
ভেজাবে কি এই শুষ্ক বুকের জমি-দিয়ে নিদারুণ এক প্রলেপ?
হবে কি আকাশের মতোই বিশাল তুমি-অথবা কঠোর মরুভূমি-
তোমার নামেই নামাবো বৃষ্টি- পাহাড়ের ঝর্ণাধারা; আমার অধর চুমি!

হবে কি তুমি স্নিগ্ধ সকালে শালিকের কলরব আর শিশির ভেজা পা-
অথবা আমার ক্লান্ত দুপুরে দারুণ বেখেয়ালী-কপালে ঘামের ঘা?
হবে কি তুমি রাতের নির্বিকতায়-শোকে জর্জরিত অন্ধকারের কালো-
অথবা আবার একটি মেয়ে-প্রতি রাতেই নতুন মানুষ ভাসবে ভালো?
হবে কি তুমি সুখের অসুখে-আমার বেহিসাবী পাগলামি আর অশ্রু ভেজা জল-
অথবা কোন ক্লান্ত শালিক-ল্যাম্পপোস্টের ডানায় থেকেও তুমি অন্ধকারে অতল?

হবে কি তুমি সদ্য তরুণী, চড়া দামে আবেগ কেনা প্রেমী-
অথবা কোন শান্ত পথিক; নিয়ে ঠোঁটের হাসিতে হেরে যাওয়া যুদ্ধের ভণ্ডামি?
অথবা হবে কি ব্যস্ত শহরের আড়ালেই বেচে থাকা নিষ্প্রাণ- নীরব ট্রামলাইন-
আমাদের দুটি প্রানেই জেগে থাকবে সদ্য পাওয়া ব্যথা- তার দলিল আর দহন?

হবে কি তুমি? হবে কি তুমি শুধুই আমার? দিবে কি আমায় সব?
হবে কি তুমি আমার সব;সকাল- দুপুর- রাতের- সব আবেগ,
রাখবে কি করে আমায়?
তোমার হৃদয়ের কোন লুক্কায়িত বিশিষ্ট অশেষ-
হবে কি তুমি সব গান, সব প্রেম- সব গল্পের,কবিতার;
শুরু থেকে শেষ?