৩৩. " দক্ষিণ নিতম্ব "পড়ে দেবীর কালমাধব স্থানে ,
        "দেবী কালী ,ভৈরব অসিতানন্দ " বিখ্যাত এই নামে !
৩৪.  " বাম নিতম্ব " পড়ে তথায় শোননদে ,
          আবির্ভূতা দেবী "ভৈরব ভদ্রসেন ও দেবী নর্মদে " !
৩৫.   "মহামুদ্রাযোনি " পড়ে কামরূপ-কামাক্ষা পর্বতে ,
         প্রসস্ত কামাক্ষাদর্শন হেতু আসে ভক্ত অম্বুবাচীতে !
৩৬.    নেপালে "দেবী মহাশিরা "যথায় পড়ে "জানুদ্বয় ",
         "ভৈরব কপালী " তথায় আর একনাম হয় !
৩৭.     জয়ন্তী পাহাড়ে "বামজঙ্ঘা " পড়েছিল ,
          "দেবী জয়ন্তী ও ভৈরব ক্রমদ্বীশ্বর "নামে প্রসিদ্ধ তথায় !
৩৮.    "দেবী সর্বানন্দকারিনী" মা তথায় মগধ দেশ ,
          পড়ে সেথা "দক্ষিণ জঙ্ঘা "থাকেন "ভৈরব ব্যোমকেশ " !
৩৯.     "দক্ষিণ চরণ " পড়েছিল ত্রিপুরায় ,"দেবী ত্রিপুরা সুন্দরী" ,
           সর্ব অভিষ্ট সিদ্ধ ,যেথা হন "ভৈরব ত্রিপুরারী "!
৪০ .   "দেবী যোগ্যদা " ক্ষীরগ্রামে পড়ে "দক্ষিণ পদ অঙ্গুষ্ঠ ",
          বৈশাখের সংক্রান্তিতে মহামেলা সেথা "ভৈরব ক্ষীরকণ্ঠ "!
৪১.     "দক্ষিণ  পদের চার অঙ্গুলি" পড়ে "কালিঘাটে ",
         "দেবীকালি ও নকূলেশ্বর "সেথা থাকেন একসাথে !
৪২.    কুরুক্ষেত্রে "দক্ষিণ গুলফ "পড়ে !হেথা "দেবীস্থানু "নামে ক্ষ্যাত ,
         মধ্যপ্রদেশে  সেথায় "ভৈরব অশ্বনাথ "আবির্ভূত !  


                          *********


০১/১১/২০১১ ,মঙ্গলবার
বেলা  - ১০:৫৫মিঃ ,বসন্তপুর !