এক চাঁদে জগৎ করে আলো ,
এক ফোঁটা টকে দুধ দৈ হলো ।
এক রাজা প্রজা করে পালন ,
এক দেশমাতা বহুরূপ ধারণ ।


একই সূর্য্যে আঁধার করে দূর ,
একই গাছে ফল ফলে প্রচুর ।
একই মাটিতে বহু ফসল ফলে ,
একই দেশে বহু ভাষায় কথা বলে ।


একই দেশে নানা পরিধান ,
একই দেশে বহু ধর্মের পালন ।
একই দেশের বহু ইতিহাস ,
একই দেশে বহু মতের প্রকাশ ।


একই আকাশে সূর্য্য চন্দ্র ওঠে ,
একই আকাশে তারাগন ফোটে ।
একই গগনে রামধনু ওঠে ,
একি বনে কত ফুল ফোটে ।


একই মাটিতে বিবিধের মিলন ,
একই মাটিতে বহুর আগমন ।
একই মাটিতে লভেছি জনম ,
একই মাটিতে হবে যে মরণ ।


   ××××××××××××××××××
দুপুর - ২ : ৪৩ মিনিট ।
২৫ / ০৪ / ২৩ মঙ্গলবার ।
কোলকাতা ।